ব্যবসা করতে অর্থ প্রয়োজন, তবে তার চেয়েও বেশি প্রয়োজন সততার। ব্যবসায় প্রতিশ্রুতি, শ্রম ও সততা থাকলে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়ায় না । শতভাগ নিষ্ঠা, সততা ও একাগ্রতা যেকোনো ব্যবসার মূল পুঁজি। এসব পুঁজি থাকলে যেকোনো ব্যবসা ও ব্যবসায়ীই সফল হবেন।

About image
মহানবী (সা.) বলেছেন, 
‘আল্লাহ অনুগ্রহ করম্নক ওই ব্যক্তিকে, যে হালাল উপার্জন করে, পরিমিত ব্যয় করে এবং প্রয়োজনের জন্য কিছু অবশিষ্ট রাখে।’ ব্যবসার ক্ষেত্রে সততা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কারণ সততা বা সত্যবাদিতার দ্বারাই একজন ব্যবসায়ী কাঙিÿত লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয়নবী (সা.) এরশাদ করেছেন, ‘সত্যবাদী, আমানতদার, বিশ্বাসী ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবেন।’ (তিরমিজি, মিশকাত, পৃষ্ঠা ২৪৩)
I BUILT MY SITE FOR FREE USING